চাঁদপুরের শাহরাস্তি নাওড়ায় স্বামীর লাশ উদ্ধারের ৩ দিন পর গুরুতর আহত স্ত্রী কামরুন্নাহারের (৬১) মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় কামরুন্নাহারের মৃত্যু হয়। রবিবার আইনী প্রক্রিয়া শেষে লাশ ঢাকা থেকে বিকেলে শাহারাস্তিতে আনা হয়। বাদ মাগরিব কামরুন্নাহারের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী নুরুল আমিনের পাশে সমাহিত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি থানা পুলিশ নিজ বাসার রুম থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। ওই সময় বাসার ছাদ হতে উদ্ধার করা হয় স্বামী নুরুল আমিনকে (৬৫)। তারা উভয়েই সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের ২ মেয়ে গৃহিনী, ১ মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে ও একমাত্র ছেলে বেসরকারি কোম্পানিতে ঢাকায় চাকরি করেন।
হত্যার ঘটনায় বৃহস্পতিবার নিহত দম্পতির পুত্র মোঃ জাকারিয়া বাবু বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ক্লু-লেস এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল