লকডাউনে দিনাজপুরে পাঁচ শতাধিক অসহায়-দুস্থ্ পরিবারের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় এই খাবার বিতরণ কর্মসূচি লকডাউন চলাকালীন অব্যাহত থাকবে। প্রতিদিন পাঁচ শতাধিক অসহায়-দুস্থ্ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে বলে আয়োজকরা জানায়।
সোমবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বটতলী বাজারে এই রান্না করা খাবার প্রায় পাঁচ শতাধিক দুস্থ্ পরিববারের মাঝে তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শেখপুরা ইউনিয়নের ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নার্গিস, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
এ সময় দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম বলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় এই খাবার বিতরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। কঠোর বিধি-নিষেধ শেষ না হওয়া পর্যন্ত এই রান্না করা খাবার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন