ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা দুষ্কৃতিকারী। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
র্যাব-১৪’র সিও লে. কর্ণেল আবু নাঈম মো. তালাত জানান, টহল টিমের উপর গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। পরে তাদেরকে স্থানীয় হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গতরাতে র্যাব সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় গফরগাঁও-ভালুকা সড়কের গফরগাঁওয়ে হাটুরিয়া এলাকায় অবস্থান করা একদল দুষ্কৃতিকারী টহল টিমকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে দুস্কৃতিকারীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুইজনকে পাওয়া যায়। এসময় দুইজন র্যাব সদস্যও আহত হন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        