ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন গোদারিয়া মাদরাসা রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহায়ক খাদেমুল ইসলামের ছেলে মোবাশ্বির ও উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহর ছেলে তানজিন।
জানা যায়, আহত ওই দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত মোবাশ্বিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার তাদের দেখতে হাসপাতালে ছুটে যান ও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত মোবাশ্বিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        