২৯ জুলাই, ২০২১ ২০:১৬

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৯০০ সিএনজি অটোরিকশা চালক

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৯০০ সিএনজি অটোরিকশা চালক

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৯০০ সিএনজি অটোরিকশা চালক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মোক্তারপাড়া আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনার সংক্রমণ উর্ধগতির কারণে সরকারের বেধে দেয়া কঠোর লকডাউন বাস্তবায়ন করতেই এই উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। আগামী সাত দিনের জন্য সিএনজি অটোরিকশা চালকদের ঘরে রাখতে প্রধানমন্ত্রীর এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো আকবর আলী মুনসী, এডিসি আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, ইউএনও মাহমুদা খাতুন প্রমুখ। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসন। এছাড়াও খাদ্যের জন্য যে কেউ প্রশাসনকে ফোন দিলে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছেও বলে জানান তারা। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর