নোয়াখালীর সুবর্ণচরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তওফিকুর রহমান (৯) উপজেলার চর জুবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তানজিদুরের রহমানের ছেলে।
গতকাল রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বৈরাগী রাস্তার মাথা সংলগ্ন হেলালী হুজুরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, রবিবার বিকেলের দিকে তরফিক দাদার বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে পল্লী চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মৃগী রোগী ছিলেন বলেও জানা যায়।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর