প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ শনিবার থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাশন পৌর এলাকায় আজ শনিবার সকাল ১০টায় পৌর ভবনে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মো. মোরশেদ।
ভোর থেকে পৌরভবনের সামনে ভীড় জমায় টিকা নিতে আসা মানুষ। পৌরসভার নির্ধারিত কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে টিকা নেয়ার আহবান জানান পৌর মেয়র। ঘোষণানুযায়ী আগামী ১২আগস্ট পর্যন্ত চলবে গণটিকার এই কর্মসূচী।
পৌর মেয়র মো. মোরশেদ বলেন, ভোলা জেলায় বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। কারণ অনেকে আগে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী হননি। এখন মানুষ বুঝতে পারছে, বাঁচতে হলে টিকার বিকল্প নেই। তাই সরকারের গণটিকা কেন্দ্রে মানুষ ভীড় করছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির