জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম উল্লেখ করে বলেন, এখন এমন একটি সময় অতিবাহিত হচ্ছে সবচেয়ে বড় সেবা হল চিকিৎসাসেবা। করোনাভাইরাস এর কাছে মানুষ অসহায় হয়ে পড়েছে। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মানবিক ও মানসিক চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। তাই প্রত্যেক চিকিৎসক ও নার্সদের প্রতি আমার অনুরোধ থাকবে এই মুহূর্তে অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করুন।
আজ শনিবার দিনাজপুর সদর হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন ও আরও গতিশীল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভ্যাকসিন যেন প্রত্যেক নাগরিক পায় তা নিশ্চিতে কার্যকর ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী। দিনাজপুর জেলায় ২ লাখ ৯০ হাজার করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার কাজ চলছে। তিনি সকলের কাছে সহযোগিতায় চান।
ব্যবস্থাপনা কমিটির সভায় আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মো. নজমুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা