রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দুইশ' হতদারিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে বালিয়াকান্দির উপজেলার তালপট্টি এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, হাসিবুল হক তুহিন, বিল্পব মুক্ত বিশ্বাস, কালুখালী উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক আ.মতিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে কৃষকলীগের সদ্যসরা বলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নির্দেশনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শোকের মাসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করে কৃষক লীগ সাধারণ মানুষের পাশে রয়েছে। কৃষক লীগ রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান এসব নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির