শেষ ম্যাচটা খেলেই সিরিজটা নিজেদের করে নিতে চেয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল বৃষ্টি।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। আজকের ষষ্ঠ ও শেষ ম্যাচটি যদি জিতে যেত, তবে ৪-২ ব্যবধানে জেতার স্বাদ নিয়ে দেশে ফিরত তারা। কিন্তু বৃষ্টির হানায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় ৩-২ ব্যবধানেই সিরিজের শিরোপা উঠল বাংলাদেশের হাতে।
আজ বৃহস্পতিবার কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। সিরিজে দুই সেঞ্চুরি করা জাওয়াদ আবরার মাত্র ১ রান দলীয় সংগ্রহে থাকা অবস্থায় শূণ্য করে সাজঘরে ফেরেন।
তবে শুরুতেই ধাক্কা সামাল দেন ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দু’জনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। সিদ্দিকি ৩১ রানে বিদায় নিলেও আজিজুল থেমে থাকেননি।
এরপর রিজান হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল। দুর্দান্ত ব্যাটিং করেও মাত্র ৬ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
আজিজুলের বিদায়ের ঠিক তিন ওভার পরেই নামে বৃষ্টি, তখন বাংলাদেশের স্কোর ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান। অপর প্রান্তে রিজান ৪৮ রানে ও আবদুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন।
বৃষ্টির পর দীর্ঘ অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ফলে ঘরের মাঠেই শ্রীলঙ্কা যুব দল সিরিজ হাতছাড়া করে, আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ট্রফি হাতে তুলে নেয়।
বিডি প্রতিদিন/মুসা