শেরপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ভোরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করা হয়। জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ জেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. আনওয়ারুল রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, জেলা সিআইডি এএসপি শওকত আলম, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, জেল সুপার মো. আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল হক,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, বিএমএ সভাপতি আব্দুল বারেক তোতা, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়ছে। শেরপুরের অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়েছে। শোক দিবসকে কেন্দ্র করে দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যেগে হুইপ আতিক শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা ষ্টেডিয়ামে পাঁচশ দুস্থ মানুষের মধ্যে চাল বিতরণ করেছেন। এরপর শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে খাবার বিতরণ করা হয়।
শেরপুর জেলা বাসকোচ মালিক সমিতির কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা চেয়ারম্যান হুমায়ুন কবির ও সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে আলোচনা ও বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দলীয় কর্মসূচি কিছুটা সীমিত আকারে পালন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. চন্দ কুমার পাল।
বিডি প্রতিদিন/আল আমীন