চুয়াডাঙ্গার জীবননগরে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক বিক্রেতাকে আজ মঙ্গলবার বেলা ১টায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় চাষীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জমিরানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন / অন্তরা কবির