যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৭ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নীচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। চরাঞ্চলের বসতভিটার চারদিকে পানি উঠতে শুরু করেছে।
পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন, গত ৪ আগস্ট থেকে যমুনার পানি বাড়তে শুরুকরে। কমতে শুরু করে ৮ আগস্ট। গত পাঁচদিন ধরে পানি কখনো স্থিতিশীল আবার কখনো কমেছে। ১৩ আগস্ট ফের বাড়তে শুরু করে পানি। আর ১৪ আগস্ট থেকে দ্রুত বাড়তে থাকে যমুনার পানি। তিনি আরো জানান, বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আরও দু’একদিন পানি বাড়তে পারে। তবে এ সময়ের মধ্যে বিপদসীমা ছুঁই ছুঁই হওয়ার সম্ভাবনা থাকলেও বন্যার আশঙ্কা নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        