সিরাজগঞ্জের সলঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার মারপিটে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত মিজবাহার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার সকালে থানারফরিদপুর পূর্ব উত্তরপাড়া এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সলঙ্গা থানার ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের চাচা আব্দুল হক মাস্টারের সাথে ভাতিজা মিজবাহারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ভাতিজা মিজবাহার ঘুড়কা বাজারে যাবার পথে চাচা আব্দুল হক গং মিজবাহারের উপরে অতর্কিত হামালা চালায়। এতে মিজবাহার গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিজবাহার মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, লাশ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার