ফুলপুর পাঠাগারে ১৮০টি বই দিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাণুরাগী ডা. গণপতি আদিত্য। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রীন রোডস্থ তার চেম্বার থেকে ফুলপুর সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ কাজিয়াকান্দা কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মতিউর রহমান বিএসসির নিকট তিনি এসব বই হস্তান্তর করেন।
বইগুলোর মধ্যে রয়েছে বিবেকানন্দের যুগনায়ক, ম্যাক্সিম গোরির মাদার, পিনাকী ভট্টাচার্য্যের সোনার বাংলার রূপালী কথা, শচীন দেববর্মনের সরগমের নিখাদ, শিব খেরার তুমিও জিতবে, মুহম্মদ জাফর ইকবালের ফিনিক্স, নিশাত চৌধুরীর সখি ভালোবাসা কারে কয়, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার বাংলাদেশের প্রাচীন কীর্তি, ড্যান ব্রাউনের ডিজিটাল ফরট্রেস, আবুল মনসুর আহমদের ফুড কনফারেন্স, হাবিবুর রহমানের মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, সুকান্তের কবিতা সমগ্রসহ উড়নচণ্ডী, মনে রেখো, ভেঁজাচোখ, চার্লস ডিকেন্স, ইনফার্নো, স্বপ্নসঙ্গিনী, বসন্ত দ্রোহী, ওয়ার অ্যান্ড পীস, বিশ্বসেরাদের গল্প প্রভৃতি।
ডা. গণপতি আদিত্য বলেন, বই মানুষের মূর্খতা দূর করে মানুষকে সচেতন করে তোলে। এর মাধ্যমে অন্তরের চোখ খুলে যায়। আপনারা বেশি বেশি বই পড়ুন। বইয়ের সাথে সময় কাটান। বইকে বন্ধু বানান। বইগুলো পেয়ে ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি সরকারি আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান অত্যন্ত খুশি হন ও ডা. গণপতি আদিত্যকে ধন্যবাদ জানান। এসময় তার সহকারি বাবুল, লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন