ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের কার্যালয়ে মারপিটের ঘটনায় ফারুক মিয়া নামে অফিসের এক কর্মচারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ফারুক পৌরসভার চরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও উপজেলা পরিষদে মাস্টার রোলে কর্মরত কর্মচারী।
এ ঘটনায় পৌরসভার গোদারিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে যুবলীগ নেতা মাহবুব মিয়া (৩৫) ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ মাহবুবকে আটক করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যান তার অফিস কক্ষে কাজ করছিলেন। এ সময় আসামিরা লাঠিসোটাসহ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করলে ফারুক তাদের বাধা দেয়। পরে মাহবুব তার হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় ফারুক নিজে বাদি হয়ে মামলা করলে আজ শনিবার মাহবুবকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর