জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ওয়াসিম (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা একজন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলের দিকে উপজেলার শান্তা এলাকায় আক্কেলপুর তিলকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশা চালক ওয়াসিম নওগাঁ সদর উপজেলার হাপানিয়া নারচি গ্রামের হালিম উদ্দীনের ছেলে। আহত যাত্রী সেতু সাখিদার (২৮) আক্কেলপুর পৌর এলাকার শান্তা গ্রামের মালেক সাখিদারের ছেলে।
(ওসি) সাইদুর রহমান জানান, সোমবার বিকেলের দিকে পৌর শহরের শান্তা এলাকা থেকে রায়কালীগামী একটি ট্রাকের সাথে অপরদিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও একজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক ওয়াসিম (৪০) মারা যান।
ওসি আরো জানান, আহত যাত্রী সেতু সাখিদার (২৮) কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক হান্নানসহ (৩২) সহ ঘাতক ট্রাকটি ও অটোরিকশা থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার