জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’ এই শ্লোগানে নিখাই গ্রামে গণপাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মিলন স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতা এই গণপাঠাগারটির কার্যক্রম শুরু হয়।
গ্রাম নিখাই পাঠাগারের উদ্যোগে উপজেলার গ্রাম নিখাই-বিনিময় মোড়ে এই গণপাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত।
এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান, সহকারী শিক্ষক লুৎফর রহমান, হুমায়ুন কবির, মঞ্চ অভিনেতা ও ইস্টিশন পাঠাগারের উদ্যোক্তা আসাদুজ্জামান, গ্রাম নিখাই জামে মসজিদের সভাপতি সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন