ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নবনির্মিত অফিসের উদ্বোধন করা হয়েছে। শহরের নতুন বাস স্ট্যান্ডে অবস্থিত পৌর মার্কেটের তৃতীয় তলায় নতুন এ অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
এ উপলক্ষে বুধবার দুপুরে বাস মালিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি সুজিত সাহা মিঠু।
সভায় উপস্থিত ছিলেন মোটর ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গোলাম মো. নাসির, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসান বনি। অনুষ্ঠানে জেলা বাস মালিক গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই