২২ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৪৫

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এনাম। ফাইল ছবি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এনাম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। এ ক্ষেত্রে কারো যদি কোনো দাবি থাকে, সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে তাদের কোনো দাবি মানার সুযোগ নেই। অতএব আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে। 

ইউনিয়ন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কোথাও পরিস্থিতি ঘোলাটে হয়নি, বরং সর্বত্র সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের রয়েছে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর