চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় আর কোন মরদেহ উদ্ধার হয়নি। আর প্রয়োজনীয় বাহনের (নৌকা) অভাবে আজ বৃহস্পতিবার ২য় দিন উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার সিরাজ উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকালে একবার ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় বাহন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছে না।
এর আগে, গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) এক নারী ও তিন শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৮জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এদিকে, নৌকায় মানুষের সাথে অতিরিক্ত মালামাল নেয়ার জন্য এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি পাঁকার বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে ডুবে যায়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে ৮ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত