বাগেরহাটের মোংলা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আজ রবিবার ভোরে স্থানীয়রা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশ্চিম কাইনমারী এলাকায় রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশের চাঁদপাই বিট অফিসার মো. হাদীউজ্জামান খান বলেন, রবিবার ভোরে স্থানীয়রা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশ্চিম কাইনমারী এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে মৃত্যুর সঠিক কারণ জানতে অজ্ঞাত এই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        