পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে দেনা করে হাইব্রীড জাতের লাউ আবাদ করেছেন হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের গামারীতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম।
আবাদী জমিতে প্রায় ৮০ শতাংশ জায়গায় প্রায় ১৭’শ লাউ গাছের চারা লাগান তিনি। আর মাত্র ৮-১০ দিনের মধ্যে লাউ বিক্রি করবেন এমন আশায় ছিলেন। এরইমধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে আবাদি বাগানের সব লাউ গাছের গোঁড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে ওই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। কৃষক শফিকুল ইসলাম একই গ্রামের গুঞ্জর আলী ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কৃষকের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
জানা যায়, প্রায় ৮০ শতাংশ জায়গায় লাউ গাছের ১৭’শ চারা লাগিয়েছেন ওই দরিদ্র কৃষক। এর মধ্যে ওইসব গাছে ফলন আসতে শুরু করেছে। রাতের আঁধারে কে বা কারা সব লাউ গাছ নষ্ট করে দেয়। সকালে খবর পেয়ে দেখতে পান লাউ গাছগুলো সব কাটা পড়ে আছে।
কৃষক শফিকুল ইসলাম জানান, আমি নিঃস্ব হয়ে গেছি। এখন কিভাবে ধার-দেনা পরিশোধ করব ভেবে পাচ্ছি না। গাছের সঙ্গে যারা শত্রুতা করে তারা কেমন মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, দুর্বৃত্তদের হাতে কৃষকদের এমন ক্ষতি দুঃখজনক। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির