ময়মনসিংহের ফুলপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এ উপলক্ষে আজ বুধবার বিকাল তিনটার সময় ফুলপুর পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজ রোড সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা, পৌর কৃষকদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, জেলা উত্তর স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সুজাউদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সহসাধারণ সম্পাদক শাহ জাহান সিরাজ আর সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক এনামুল হক শাহীন।
বিডি প্রতিদিন/এএ