উচ্চ আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৩টায় জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটার অন্তর্ভুক্ত হওয়া না হওয়া প্রসঙ্গে পিটিশন দাখিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষে চারজন মেয়র প্রার্থী এবং ২৩ জন সাধারণ সদস্য ও ৮৭ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রচারণা চালিয়ে আসছিলেন।
বিডি প্রতিদিন/এমআই