ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারী, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, অ্যাডভোকেট আবদুল হাই, আজাদ হোসেন হাজারী আঙ্গুর, এম আলম মোবাশ্বের, আল-আমিনুল হক পাভেল ও শাহাদাত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই