ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভেলাজান বাজারে আজ শুক্রবার সকাল নয়টায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন এবং আহত একজন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন। অন্যজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ঢেকনাপাড়া গ্রামে বলে জানা গিয়েছে।
সদর উপজেলার কর্মকর্তা ইনচার্জ তানভিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে একজনের পরিচয় এখনো পাওয়া যায় নি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির