গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীকে দেহে গাঁজার প্যাকেট টেপ দিয়ে আটকানো অবস্থায় আটক করা হয়। টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গোপালপুর ইউনিয়নের রুপাহাটি ব্রীজের উপর থেকে সন্দেহজনকভাবে বোরকা পরা দুই নারীর দেহ তল্লাশি করে। এসময় জান্নাতি আক্তার (২০) ও ময়না আক্তার (১৯) নামে দুই নারীকে শরীরে তিন কেজি গাঁজা বহন করার অপরাধে গ্রেফতার করা হয়।
জান্নাতি আক্তারের বাড়ী পিরোজপুর জেলার ইন্দুকানী উপজেলার কালাইয়া গ্রামে। আর ময়না আক্তারের বাড়ী কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ গাঁজা চালান কুমিল্লা হতে পিরোজপুরে যাচ্ছিল।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সুলতান মাহামুদ বলেন, গভীর রাতে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে দুই নারীকে তাদের শরীরে রাখা তিন কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির