মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ‘আমনহ শাহ’ ফেরি ডুবির ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ঘটনাস্থলের পথে যাচ্ছে ৬০ টন ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ‘ রুস্তুম’। মানিকগঞ্জের পাটুরিয়া এসে আজ শুক্রবার বিকেল নাগাদ পৌঁছানোর কথা রয়েছে রুস্তুমের।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক আজ শুক্রবার সকালে 'বাংলাদেশ প্রতিদিন'র কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানিকগঞ্জের পাটুরিয়াতে উদ্ধার অভিযানে ‘প্রত্যয়’ অংশ নিবে অনেক পরে। আপাতত ‘হামজার’ সাথে ‘রুস্তুম’ উদ্ধারকাজ পরিচালনা করবে।
উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১০টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে দুই এক দিনের মধ্যে পদ্মায় ডুবে যাওয়া সবগুলো ট্রাক উদ্ধার করা সম্ভব বলে জানান তিনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির