শিল্প-সংস্কৃতির সংগ্রাম আমাদের যুদ্ধ এই শ্লোগানে উদীচী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা সংসদ নানা কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শুক্রবার সকালে বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা রেডক্রিসেন্ট সোসাইটি চত্তরে শেষ হয়। রেডক্রিসেন্ট ভবন সম্মেলন কক্ষে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব মিয়া।
আলোচনা করেন বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, উদীচীর সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, মনির হোসেন কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ