‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নববাগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবদুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ মোখলেসুর রহমান, স্বাচিপের জেলা সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আরিফুর রেজা ইমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতোয়ার রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ