“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১০ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে একটি র্যালি বের হয়ে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি খন্দকার এহিয়া খালেদ সাদির সভাপতিত্বে জেলা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিট পুলিশিং বিশেষ ভূমিকা রাখার জন্য গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক তারিকুর রহমান এবং টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো: নুর নবীকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এর আগে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন