“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সদর মডেল থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পাবলিক লাইব্রেরী ও টাউন হলে আলোচনা সভায় মিলিত হন সবাই।
সভায় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সবুজ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার, প্রফেসর মাইন উদ্দিন পাঠান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম, কমিউনিটি পুলিশিং জেলা শাখার সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রতি ও সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ জনগণকে সচেতন করতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা নিয়ে ব্যাপক গুরুত্বরোপ করেন। এসময় বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ