দিনাজপুরের খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে অলোকা রায় নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউপির পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী অনিল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত অলোকা রায় (৪৫) খানসামা উপজেলার ছাতিয়ানগড় প্রমথ বাবু পাড়া অনিল রায়ের স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে।
খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, খানসামার গোয়ালডিহি ইউপির পূর্ব হাসিমপুর খলিফা পাড়ার করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্বামী অনিল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম