চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীনদের জন্য ৫৯৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্বে ৯৫টি ও দ্বিতীয় পর্বের ৫০০টিসহ মোট ৫৯৫টি ঘর বরাদ্দ অনুযায়ী নির্মাণ করা হয়।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিসহ পাকা ঘর পেয়ে তারা সবাই নিরাপদে বসবাস করছেন। নিরাপদ ঠাঁই পেয়ে তাদের জীবন সায়াহ্নে এসেছে প্রশান্তির পরশ। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চনতলা গ্রামের বৃদ্ধ আফসার আলী ও কুলসুম বেগম বলেন, যেখানে মাথা গোঁজার মত একটুকরো জমি তাদের ছিল না। সেখানে পাকা ঘর ছিল তাদের স্বপ্নের মত। কিন্তু পাকা ঘর পেয়ে তাদের সব কষ্টের অবসান হয়েছে। অন্যদিকে আলমপুর মৌজার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী কয়েকজন উপকারভোগী পরিবার জানায়, বাপ-দাদা পূর্ব পুরুষ থেকে তারা ভূমিহীন। কিন্তু প্রধানমন্ত্রীর কারণে তারা আজ পরিবার নিয়ে নিজেদের একটি বসবাসের ঠিকানা পেয়েছেন।
এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গোমস্তাপুর উপজেলায় ৫৯৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে এবং জমির দলিল হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি ও গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম