জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় পরি বানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পরিবানু চেচঁড়া গ্রামের মৃত ছামান উদ্দিনের স্ত্রী।
(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, পরিবানু উপজেলার আটাপাড়া বাজার থেকে অটোভ্যানে চেচড়া গ্রামে তার বাড়ীতে যাচ্ছিলেন। পথে আটাপাড়া রেলগেট এলাকায় চেচড়াগামী একটি ট্রাক পিছন দিক থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয় বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম