কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্বামী-স্ত্রীর কলহের জেরে এক কসাইয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম দেলবর হোসেন (৫২)। তিনি উপজেলার ওমর মজিদ ইউনিয়নের বালাকান্দি কসাইপাড়া গ্রামের হায়বর আলী কসাইয়ের ছেলে। শনিবার ভোরে নিজ ঘরে ফাঁসি দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত দেলবর উপজেলার ফরকের হাট বাজারে কসাইয়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দেলবর কয়েক বছর আগে বাড়িতে প্রতিবেশীর নিকট থেকে কয়েক লাখ টাকা ঋণ করেন। সেই টাকা দিতে না পেরে নিহত দেলবর ঢাকা পালিয়ে যান। কিছুদিন পরে তার বাবা হায়বর আলী কসাই জমি বিক্রি করে তার কিছু টাকা পরিশোধ করে ছেলেকে ঢাকা থেকে ফিরে আনেন। এরপর ব্যবসা করে বকেয়া টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন দেলবর। এরমধ্যে দেলবর এক সন্তানসহ এক মহিলাকে বিয়ে করেন। তার স্ত্রী ও পরিবারের সাথে ঋণের টাকা পরিশোধ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। এ অবস্থায় মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেয়ে নিজ শয়ন কক্ষে শনিবার ভোররাতে ধরনার সাথে রশি গলায় দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন দেলবর। এসময় তার স্ত্রী ও সন্তান পাশের কক্ষে ঘুমিয়ে তার গোঙরানির শব্দ শুনে দ্রুত ফাঁসি থেকে নামালে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেন। কোন অভিযোগ না থাকায় তার লাশ শনিবার দুপুরে দাফন করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম