“মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে রাজবাড়ী জেলা পুলিশ।
সকালে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সিলিভ সার্জন ডা. ইব্রাহিম টিটনসহ কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বক্তব্য প্রদান করেন।
সভা শেষে কালুখালী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল জেলার সেরা কমিউনিটি পুলিশ সদস্য এবং গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সৈয়দ ইমামুজ্জামান জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়। তাদের মধ্যে ক্রেস্ট ও সন্মাননা পত্র তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল