বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফ্যানের হুকের সাথে গলাই রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে তার লাশ।
মৃতের পরিবারের দাবি, কংকন দেবনাথ সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা জানা যায়নি।
শিক্ষক কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র পুত্র। তিনি দুবার বিয়ে করেছেন। সাংসারিক জীবনে তিনি নিঃসন্তান ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন