কুমিল্লায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে গতকাল সোমবার রাত ৩টায় লিটন মিয়া (৫৫) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবচাইল গ্রামে।
জানা যায়, ট্রাক ও মাইক্রোবাসটি চট্টগ্রাম অভিমুখী ছিল। মাইক্রোবাসটি পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে চালক লিটন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দু'টি গাড়িই হেফাজতে আছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির