ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মুরাদ বিশ্বাস (২৩) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসামদিয়া ব্রিজের নিকট নছিমনের এক্সেল ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ বিশ্বাস দাদপুর ইউনিয়নের পূবভাটদি গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে।
দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মুরাদ বিশ্বাস পেশায় একজন নছিমন চালক। তিনি মঙ্গলবার কানাইপুর থেকে নছিমনে আলু বোঝাই করে চিতার বাজার আসছিল। হাসামদিয়া ব্রিজের নিকট আসলে নছিমনের এক্সেল ভেঙ্গে রাস্তার পাশে থাকা কাঠের গুড়ির সাথে চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর