ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. হানিফ নিহত হয়েছে। মো. হানিফ ফেনী সদর উপজেলার মঠবাড়িয়া জোয়ার কাছার এলাকার ছালেহ আহম্মেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী শহর থেকে মোটরসাইকেল যোগে মহাসড়কে উঠার সময় একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অপর একজন আহত হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিহতের সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এএম