বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি লোহার হাঁসুয়া, দুটি লোহার রড, একটি মোবাইলফোনসহ রশি, গাছের ডাল উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত ১ টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকুইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানার কোদালকাটি গ্রামের সৈয়দ জামালের ছেলে মনির হোসেন (২০)।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকুইর এলাকায় একটি ডাকাত দল অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় থানা পুলিশের একটি দল। ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ওই দুই জনকে গ্রেপ্তার করে। ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম