শিরোনাম
- শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ
- বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন : আমীর খসরু
- পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
- ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
- অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়ে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক সই
- অনুমতি ছাড়াই এক বছর অনুপস্থিত থাকায় ইবি অধ্যাপক চাকরিচ্যুত
- রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকছে
- শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্বে শিক্ষার্থীদের আসতে হবে: এ্যানি
- নেটফ্লিক্সে ঝড় তুলেছে আরিয়ান খানের ‘দ্য ব্যা***ড**স অব বলিউড’
- ইউএফটিবি-তে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- রাজবাড়ীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাগেরহাটে আবারো ১০ নির্বাচন অফিসে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ
- সাড়া ফেলেছে আইফোন ১৭, উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল
- চট্টগ্রামে কলেজছাত্রীর আত্মহত্যা
- ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
- মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, আহত ২
- এক ম্যাচে ৯৯ চার ও ১২ ছক্কা, ৭৮১ রান
- সরানো হলো জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে
- চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
- ভারত ম্যাচের আগে পাকিস্তান দলে মনোবিদ
জয়পুরহাটে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
অনলাইন ভার্সন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপি নির্বাচনী প্রচারণাকালে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ২টি মোটরসাইকেলসহ দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এক কর্মীকে মারধর করা হয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে একই ইউনিয়নের বেলতা বানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্রোহী প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামীম ও তার কর্মীরা। তারা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে বেলতা বানদিঘী গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকা মার্কার প্রচার-প্রচারণা করছিলেন মুকিম উদ্দিন এবং আব্দুল হান্নান এসময় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী আব্দুর রশিদ মন্ডল বকুলের কর্মী-সমর্থকরা লোহার রড় ও ভারী হাতুরী দিয়ে তাদের উপর হামলাসহ ২টি মোটরসাইকেল, দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় আহত হন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী আব্দুল হান্নান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আব্দুল হান্নান জানান, দুপুরে আমিসহ দুজন আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থীর পক্ষে বেলতা বানদিঘী গ্রামে নির্বাচনী প্রচারণা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী আব্দুর রশিদ মন্ডলের কর্মীরা আমাদের উপর হামলা চালায়। ২টি মোটরসাইকেল, দোকান ভাংচুর করে আগুন লাগিয়ে দেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী আব্দুর রশিদ মন্ডল বকুল জানান, মিথ্যা অপ-প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামীম। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরাই এ ভাংচুরের ঘটনা ঘটিয়ে আমার উপরে দোষ চাপাচ্ছে। আগামী ১১ নভেম্বর নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি সেজন্য আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করার উদ্দেশ্যে এই নাটক।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর