পার্বত্যাঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকদের কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তবে পাহাড়ি অঞ্চলে সরকারের যে কর্মসূচি আছে, তা দুর্গম এলাকায় একার পক্ষে সম্ভব নয়।
তাই স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট এনজিও যারা কাজ করছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাই কর্মদক্ষতা বাড়াতে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে রাঙামাটি মোটেল জর্জের সম্মেলন কক্ষে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বেসিক মেডিকেল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিভিল সার্জন।
রাঙামাটি হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডা. নীলু কুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাপ্তাই খ্রীষ্টিয়ান হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. প্রবীর খিয়াং, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা ও মাসাং মারমা।
বিডি প্রতিদিন/এমআই