ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় বখাটে ছেলে মামুনের (২২) হাতে বাবা আবুল হাশেম (৪৬) খুন হয়েছেন। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। আবুল হাশেম ওই গ্রামের মৃত সমেদ আলীর ছেলে।
জানা যায়, বখাটে মামুন প্রায়ই তার বাবাকে মারধর করতো। পারিবারিক বিষয়ে সোমবার সকাল ১০টার দিকে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটে ছেলে মামুন গাছের ডাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে তার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর হাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সোমবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব বলেন, বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে পারিবারিক কলহ থেকে মারামারি হয়। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাশেমের লাশ ময়না তদন্তের জন্যে মমেক মর্গে রয়েছে। আর বখাটে মামুন পলাতক। তাকে খুঁজছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল