তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টু চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন।
নয়ালাভাঙ্গা ইউপি নির্বাচনে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই একমাত্র প্রার্থী। চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
বিষয়টির নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার আবু বাক্কার ছিদ্দিক। তিনি জানান, ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ মঙ্গলবার।
বিডি প্রতিদিন/এমআই