কালিয়াকৈর ইউনিয়ন পরিষদ ও পৌরসভার আসন্ন নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে সম্ভাব্য সকল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অনেকেই আবার মনোনয়ন জমা দিয়ে সমর্থকদের কাছ থেকে দোয়া চাইছেন। উপজেলা চত্বরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মিলন মেলা।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রার্থীরা ট্রাক, বাস ও মোটরসাইকেলের শোডাউন দিয়ে মিছিল নিয়ে আসছেন মনোনয়ন জমা দিতে। অনেক প্রার্থীকেই রাস্তায় আনন্দ মিছিল করে নির্বাচন কার্যালয়ে আসতে দেখা গেছে।
পৌরসভার মহিলা সংরক্ষিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মোসা. নাজমা বেগম জানান, সমর্থকদের সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে জয় লাভের আশায় মনোনয়নপত্র দাখিল করলাম। পাড়া-মহল্লার সবার মতামত নিয়ে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি যখন মনোনয়নপত্র গ্রহন ও দাখিল করি পাড়া-মহল্লার সবাই আমাকে দোয়া ও সমর্থন দিয়েছে। পৌর নির্বাচনে জয় লাভ করলে পৌরবাসীর নাগরিক সুবিধ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, এই পর্যন্ত একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল সহকারে মনোনয়ন জমা দিতে এলে তাকে নির্বাচন অফিসের পক্ষ থেকে শোকজ করা হয়। পৌরসভার নির্বাচন হওয়ায় আমেজটা একটু বেশি। সব প্রার্থীকে
সতর্ক করে দেয়া হয়েছে । যাতে কেউ আচরনবিধি লঙ্ঘন না করেন। কেউ আচরনবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ