নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বাজারের শাড়ির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাটে আজকে সাপ্তাহিক বন্ধ ছিলো। মঙ্গলবার বিকেলে বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন পনের মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দোকান গুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রী পিছ থাকায় দ্রুত আগুনগুলো পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আমাদের ৮ টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। বাজরের বাকি দোকানগুলো নিরাপদে আছে। আর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল