নীলফামারী পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার বেলা ৫টা পর্যন্ত মেয়র পদে চার জন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।
মেয়র পদের ওই চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, দলটির বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট।
সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির দুই জন। তারা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর রহমান।
৩৫ হাজার ৯৮১ ভোটারের পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। মনোনয় যাচাই বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৫৬৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৪১৬ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভোট গ্রহণে পৌরসভাটিতে প্রথমবার ইভিএম ব্যবহার হবে। মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার ৫টা পর্যন্ত আওয়ামী লীগ দলীয় একজনসহ মেয়র পদে চার জন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল